Khan Ahammed Amanullah (ECE ১৬) এর ঘটনা

ছাত্রলীগের নির্যাতনের শিকার আমাদের সিনিয়র, জুনিয়র, ব্যাচমেটদের ভয়াবহ স্মৃতি আমরা শুনতেছি৷ কিছু মানুষের ভাগ্য ভালো হয়, হয়তো আমি সেই কাতারেই পড়েছি।আমি ডিপার্টমেন্টাল ব্যাচমেটদের দৃঢ়তায় বেঁচে যাওয়া সৌভাগ্যবান একজন।

তখন থার্ড ইয়ার ফার্স্ট টার্ম চলে, আমি আর আমার বন্ধু Masum Ahmed Shadin ডাইনিং শেষে যাচ্ছিলাম ল্যাবে। গেস্টরুমের সামনে আসলে শুনি কিল ঘুষি আর লাঠির বাড়ির শব্দ,সাথে আর্তনাদ। জানালা দিয়ে দেখতে গেলে একজন নিষেধ করল,আমরা ল্যাবে চলে গেলাম। ল্যাব শেষে রুমে এসে,দেখলাম দুপুরে যাকে মারা হইসে,তার ব্যাপারটি নিয়ে কোন কোন গ্রুপে আলোচনা হচ্ছে। আমি শুধু একটি কমেন্ট করেছিলাম, যে ব্যাপারটা আমিও দেখেছি। আর মাইরের শব্দ আর চিৎকার শুনেছি।সন্ধ্যায় আমার ডিপার্টমেন্ট এর ব্যাচমেট সাইফ আহমেদ (ECE ১৬),পলিটিক্যাল, আমাকে মেসেজ দিয়ে কমেন্ট ডিলেট করতে বলে, যেটা আমি দেখিনাই। অত:পর রাতে ডাইনিং করে ঘুমায় যাই।

রাত ১/১:৩০ এর দিকে আমার রুমের দরজায় ধাক্কা পড়ে। সেই সময় রুমে আমার বন্ধু Naymur Rahman (lecturer,ECE Department) একাই জেগে ছিল।সে আমাকে তুলে দেয়। আনুমানিক ১৪/১৫ জন ছেলে আমাকে ডাকতে আসে। বলা হয় গেস্টরুমে ভাইয়েরা বসে আছে আমার সাথে কথা বলবে। গেস্টরুমে ঢুকেই আমার ফোন নিয়ে যাওয়া হয় এবং চেকিং শুরু হয়। আমাকে আকাশ(urp16) জিজ্ঞেস করে কি কমেন্ট করেছি এবং কেন করেছি, তাদের আমি বলি দেখ ভাই আমিতো ছাত্রলীগের বিরুদ্ধে কোন কমেন্ট করিনাই। তখন আকাশ আর আবির(EEE 16) চিৎকার করে বলে এই শুয়োরের বাচ্চা তুই জানিস না, গেস্টরুমে কারা বসে? এই পর্যায়ে উপস্থিত ১৪/১৫ জনের সবাই চিৎকার করে আমাকে মারতে আসে, কলার চেপে দেয়ালে ঠেসে ধরে।স্ট্যাম্প,লাঠি বের করে। অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে বিশেষ করে নাসির(tex16),ইথিন(tex16),কাফী(CE16), রাফিউ(CE16), তানভীর(urp16)। এদের ব্যাবহার ছিল ভয়ংকর। ইতমধ্যে ফয়সাল (IEM 15), শোয়েব (BECM 15) রুমে প্রবেশ করে।এসেই জিজ্ঞেস করে কিরে, ওকে এখন ও মারিস নি? এই শুয়োরের বাচ্চা কমেন্ট চো*দাও? তোরে যারা যারা এখানে আছে, সবাই যদি একটা করে বাড়ি দেয়, বাঁচবি?গলা পাড়ায় ধরে জিভ টেনে ছিড়ে ফেলব, আর তোর বাইক আজ রাতেই জ্বালায় দেব।

মনে হচ্চিল আজ সব শেষ,হয়তো মার খেয়ে ভোরে শিবির ট্যাগ নিয়ে জেলে যাইতে হবে। অল্পস্বল্প খেলাধুলা করতাম, যাদের সাথে সবসময় দেখা হত,কথা হত একসাথে, তাদের এহেন ব্যাবহারে হতবিহ্বল হয়ে পড়ি। ইতিমধ্যে আমার ফ্রেন্ড নাইমুর রহমান, ওই রাতে, ব্যাপারটা আমার বন্ধুদের জানায় এবং তারা ৪/৫ জন তড়িৎগতিতে গেস্টরুমে চলে আসে। আমার সারাজীবন ধরে ধন্যবাদ জানাতে হবে Shefayed Ali Sompod, Mostafizur Rahman Nayeem, নাজমুস সাকিব, আর Him EL কে। মূলত ওরা আসার কারনেই আমি মাইরের হাত থেকে বেচে যাই। কিন্তু তখন ও কথাবার্তা চলতেছিল। ফয়সাল সিদ্ধান্ত দেয় আমার পরদিন সকাল ১২ টার ভিতর হল ছেড়ে দিতে হবে। এতে আমার বন্ধু মোস্তাফিজুর রহমান নাইম বলে,ভাই, ও থার্ড ইয়ারে এসে হল ছাড়লে থাকবে কই?বলামাত্র আকাশ ও আবির ঝাপিয়ে পড়ে তার উপর এবং তার মুখে ঘুষি মারে। আর বারবার বলতে থাকে ভাইয়ের মুখের ওপর কথা বলিস তুই কোন সাহসে?এমতাবস্থায় আমাদের সকলকে গেস্টরুম ছেড়ে বেরিয়ে যেতে বলে ফয়সাল।আমরা চলে আসি রুমে।

আমার পরিবারের সদস্যরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় আমি বাসায় ব্যাপারটা জানাই, এবং পরের দিন আমার বড়ভাই ক্যাম্পাসে আসে, তৎকালীন মহানগর ছাত্রলীগের সভাপতি সুজন ভাই, এবং বি এল কলেজ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি অনি ভাই এর মধ্যস্ততায় একটা মীমাংসা করে দেয়া হয় এবং আমাকে হল ছাড়তে হয়নি।কিন্তু যতদিন ক্যাম্পাসে ছিলাম ততদিন ভয় আর ট্রমা নিয়ে থেকেছি।

উল্লেখ্য: আমার সাথে ঘটা ঘটনায় যারা আমার সাথে এক্সট্রিম খারাপ ব্যাবহার করেছে, তাদের ই নাম মেনশন করেছি। আরো অনেকে উপস্থিত ছিল, যাদের নাম মেনশন করা হয়নি।

Other Incidents

2 Comments

  1. What i do not understood is actually how you’re not really much more well-liked than you may be right now. You are very intelligent. You realize thus considerably relating to this subject, produced me personally consider it from so many varied angles. Its like women and men aren’t fascinated unless it’s one thing to accomplish with Lady gaga! Your own stuffs outstanding. Always maintain it up!

  2. It is appropriate time to make a few plans for the future and it’s time to be happy. I have learn this publish and if I may just I desire to recommend you some interesting things or advice. Maybe you can write subsequent articles relating to this article. I desire to read more issues approximately it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *